নিজস্ব প্রতিবেদক : ফেনীর ফুলগাজীতে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ৭ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানা গেছে, রবিবার বিকালে ফুলগাজীর মুন্সিরহাট বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তা।
এ সময় মূল্য তালিকা না থাকায় ১ দোকানিকে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান ছাড়া অন্য ৪ দোকানিকে মোট ৩ হাজার টাকা জরিমানা করেন।
অন্যদিকে ফুলগাজী বাজারে বাজার মনিটরিং করা কালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল দাস ভিন্ন ভিন্ন অপরাধে দুই দোকানিকে ৪ হাজার ৫শ টাকা জরিমানা করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি সুলতানা নাসরিন কান্তা জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং রমজানে বাজার মনিটরিং করতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে।