© সংগৃহীত ছবি
মোর্শেদ : ফেনীর ফুলগাজীতে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ফুলগাজী উপজেলা পরিষদের সন্নিকটে ফেনী-পরশুরাম আঞ্চলিক মহাসড়কে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যজিষ্ট্রেট ও ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম।
আদালত এ সময় বেপরোয়া গতিতে গাড়ী চালনা সহ চালক ও গাড়ীর প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ১৩ টি সিএনজি অটোরিকশার বিপরীতে ৫৭ হাজান টাকা জরিমানা আদায় করেছে। এ সময় আদালতকে সহযোগিতা করেন ফুলগাজী থানার এস আই রিপন চৌধুরী সহ পুলিশের সদস্য বৃন্দ।
উল্লেখ্য, গত কিছুদিন পূর্বে বাস-পিক-আপের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষে কয়েকজন যাত্রী হতাহত হয়। এ নিয়ে সড়কে চলাচলকারী যাত্রী সহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এছাড়াও বৃহস্পতিবার উপজেলা আইন শৃংখলা মিটিংয়ে ফুলগাজী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম রাজুসহ বেশ কয়েকজন জনপ্রতিনিধি সড়কে শৃঙ্খলা ফেরানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন।