ফুলগাজী প্রতিনিধিঃ ২১ আগস্ট (বুধবার ) দুপুরে ফেনীর ফুলগাজী উপজেলার ফুলগাজী বাজার ও মুন্সীরহাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনায় নেতৃত্ব দেন ফুলগাজী উপজেলা সহকারী কমিশনের (ভুমি) মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন।।আদালতের কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন ফেনী জেলার ড্রাগ সুপার সালমা সিদ্দিকা।
এ সময় আদালত ফুলগাজী বাজারে চৌধুরী মেডিকেল হল মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রি, বিভিন্ন অপরাধের দায়ে ২০ হাজার টাকা নগদ অর্থ জরিমানা করা হয়।। এছাড়া উপজেলার মুন্সীরহাটে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা, অনিয়ম ও বিভিন্ন অপরাধে জনপ্রিয় ফার্মেসী ও মেডিসিন কর্ণার হতে যথাক্রমে ১০ হাজার টাকা ও ২ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালত ১৯৪০ এর ১৮ ধারা অনুযায়ী তিন ফার্মেসী হতে ৩২ হাজার টাকা জরিমানা আদায় করে। এসময় ফুলগাজী থানা পুলিশের এসআই মিজানুর রহমান উপস্থিত ছিলেন।