নিজস্ব প্রতিবেদকঃ ভারী বর্ষণ ও ভারতীয় উজানের পানিতে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বেরিবাদের ভাঙ্গন সৃষ্টি হয়েছে। ১লা জুলাই বৃহস্পতিবার বিকালে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে নিয়ে ভাঙ্গনস্থল পরিদর্শন করেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
ফুলগাজী সদরের উত্তর দৌলতপুরে এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসক জানান, জনপ্রতিনিধিদের সহযোগিতায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে সার্বিক ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করা হয়েছে।
মুহুরী বাঁধ প্রসঙ্গে তিনি বলেন, ৭৩২ কোটি টাকার একটি প্রকল্প যাচাই-বাছাই চলছে। এর বাস্তবায়ন হলে স্থানীয় মানুষ সুফল পকবে।
এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজগর আলী, সাংবাদিক জহিরুল ইসলাম রাজু, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফেরদৌসি বেগম, অফিসার ইনচার্জ এ.এন.এম নুরুজ্জামান, সহকারী কমিশনার (ভুমি) সুলতানা নাসরিন কান্তা পানি, পানি উন্নয়ন বোর্ড ফেনীর উপ প্রকৌশলী মোঃ আখতার হোসাইন প্রমুখ।