নিজস্ব প্রতিবেদক : ফেনীর ফুলগাজীতে ফারইষ্টের লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’র পরিকল্পনা, প্রশিক্ষণ গ্রহণ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
২৮ অক্টোবর বুধবার দুপুরে ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’র ফুলগাজী জোনাল অফিসের ইনচার্জ মো লোকমান হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আলিম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফারইস্ট লাইফ’র ঢাকা প্রধান কার্যালয়ের উন্নয়ন প্রশাসন একক’র ইনচার্জ মোঃ ফরিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী ডিভিশন ইনচার্জ মুহাম্মদ আব্দুল মান্নান, ফেনী সার্ভিস সেন্টার ইনচার্জ মোঃ নাসির উদ্দিনসহ ফুলগাজী জোনের আওতাধীন সকল সাংগঠনিক অফিসের অফিসার ইনচার্জবৃন্দ।
প্রধান অতিথি আব্দুল আলীম তার বক্তব্যে বলেন, দেশে বিভিন্ন রকমের আর্থিক প্রতিষ্ঠান রয়েছে যারা বেশি লাভ দিবে বলে প্রতারণা করে সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করে। তবে ফারইস্ট লাইফ ইন্সুরেন্স সম্পূর্ণ ব্যতিক্রম একটি প্রতিষ্ঠান। তাদের থেকে মানুষ প্রতিনিয়ত বীমা চুক্তির মাধ্যমে সুবিধা গ্রহণ করছে। বাংলাদেশ ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পহেলা মার্চ বীমা দিবস হিসেবে ঘোষণা করেছে। এ প্রতিষ্ঠানের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে ব্যক্তিগতভাবে ও পারিবারিকভাবে সুবিধা গ্রহণ করতে পারে।