নিজস্ব প্রতিবেদকঃ- সেচ্ছাসেবী সংগঠন “প্রাণের ধর্মপুর মানব কল্যাণ ব্যুরো’র ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুলাই) বিকালে উপজেলার আমজাদহাট ইউনিয়নের ধর্মপুর এডুকেশনাল এষ্টেট (উচ্চ বিদ্যালয়) হলরুমে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল্যাহ মতিন শিপনের সঞ্চলনায় প্রাণের ধর্মপুর মানব কল্যাণ ব্যুরো’র সভাপতি দিদারুল আলম প্রধানের অনুপস্থিতিতে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মনির আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আরটিএন আনোয়ার হোসেন।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, আমজাদহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাশেম, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাখাওয়াত হোসেন মজুমদার (দিদার), ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ওবায়দুল হক, বীর মুক্তিযুদ্ধ নুর আহমদ।
এসময় আরো উপস্থিত ছিলেন- যুগ্ন সাধারণ সম্পাদক জহির উদ্দিন রনি, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মুহাম্মদ যোবায়েদ নিলয়, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান খানঁসহ সংগঠনের সকল সদস্যগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মনির আহমেদ ৫০ হাজার টাকা সংগঠনের অর্থ সম্পাদকের নিকট অনুদান প্রদান করেন। এছাড়াও ডুবাই প্রবাসী ধর্মপুরের কৃতী সন্তান মুহাম্মদ জালাল উদ্দিন রোমান ও মুহাম্মদ ডালিম ফ্রী এম্বুলেন্সের জন্য ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেছে।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মনির আহমেদ জানান, আমাদের সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের মুল উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা। এই সংগঠনের মাধ্যমে আমরা সামাজিক উন্নয়ন মূলক কাজ করে থাকি। ইতি মধ্যে আমরা বেশ কয়েকটি উদ্যোগ হাতে নিয়েছি যেমন ফ্রি এম্বুলেন্স সেবা, ফী অক্সিজেন সেবাসহ ইত্যাদি।