সাজ্জাদ হোসেন রাকিবঃ- আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের সঠিকভাবে পরিচর্যা করাটাও অত্যন্ত জরুরি। শিশু আর পথশিশু শব্দ দুটোকে আলাদা মনে হলেও শিশু-পথশিশু কিন্তু একই। শিশু তো শিশুই। এর কোনো ভেদাভেদ নেই। রাস্তায় জীবনযাপন করার কারণে তারা পরিচিতি পায় পথশিশু হিসেবে।
পথে ঘাটে বা রাস্তায় বেড়ে ওঠা শিশুদেরই পথশিশু বলে অভিহিত করা হয়। পথ শিশুদের বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে এই কচি, কমল মুখগুলো পরিচিত হয় নতুন অনেক অভিজ্ঞতার সঙ্গে। ওদের ভিতর কঠিন বাস্তবতা এমনভাবে জায়গা করে নেয়। ওরাই একসময় হয়ে যায় নেশাখোর, ছিনতাইকারী, টোকাই অথবা ফুল বিক্রেতা।
ফেনীর এসব পথ শিশুদের পাশে দাঁড়িয়েছে জেলার সুপরিচিত স্বেচ্ছাসেবী সংগঠন “আলোকিত ব্লাড ডোনার ক্লাব।
২৭ সেপ্টেম্বর (সোমবার) সকালে ফুলগাজী উপজেলার পুরাতন রেল-স্টেশনের বেদে পল্লীতে বসবাসরত ৪৫ জন পথশিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,সংগঠনের সভাপতি নাজিম উদ্দীন শোভন,সহ-সভাপতি রাশেদ চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন,সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম,অর্থ সম্পাদক সৌরভ পালসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
আলোকিত ব্লাড ডোনার ক্লাবের সভাপতি নাজিম উদ্দীন শোভন জানান, আমরা গত চার বছর ধরে পিছিয়ে পড়া এসব পথশিশুদের নিয়ে কাজ করছি। আমাদের “আলোর প্রত্যয়” পাঠশালার মাধ্যমে পথশিশুদের নিরক্ষরতা দূরীকরণে কাজ করে যাচ্ছি। এছাড়াও আমরা সংগঠনের পক্ষ থেকে তাদের বিনামূল্যে পড়াশোনার সামগ্রী, শীতবস্ত্র,ঈদ উপহার ইত্যাদি প্রদান করে আসছি।