মোর্শেদ : পাকিস্তানি শাসকদের দীর্ঘ শোষণ,বঞ্চনাার বিরুদ্ধে মরণপণ লড়াইয়ে বাঙালি জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে ১৯৭১ সালে দেশের স্বাধীনতা অর্জন করে।সকল শ্রেণি পেশার অগণিত মানুষের আত্মত্যাগ, নারীর সম্ভ্রম আর লক্ষ মুক্তিযোদ্ধার কঠিন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হলেও দীর্ঘ সময় মুক্তিযোদ্ধাদের জন্য উপজেলা পর্যায়ে পৃথক ভবনের ব্যবস্থা ছিল না। সরকারের গৃহীত পদক্ষেপে ফেনীর ফুলগাজী উপজেলায় নির্মিত হলো “মুক্তিযোদ্ধা কমপ্লেক্স”।
বুধবার (১৩ নভেম্বর)সকালে ফুলগাজী উপজেলায় মুক্তিযোদ্ধাদের পক্ষে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদার নবনির্মিত এই ভবনটি উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করে।
এ উপলক্ষে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলার চেয়ারম্যান আবদুল আলিম, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ সাইফুল ইসলাম, এলজিইডি’র ফেনীর প্রকৌশলী মোঃ শাহ আলম,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরা আজিজ, ভাইস চেয়ারম্যান আবুল আলম আজমীর, উপজেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক হারুন মজুমদার, মুক্তিযোদ্ধা আবুল বশর ও ফুলগাজী সদর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম,দরবারপুরের ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার প্রমুখ।
উল্লেখ্য,২০১৬-১৭ অর্থ বছরে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ফুলগাজীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি নির্মাণ করে।