নিজস্ব প্রতিবেদকঃ ফুলগাজী সদরের দৌলতপুরে বন্যায় ভেঙে যাওয়া ও ভারী বৃষ্টিতে কাদায় চলাচলের অনুপযুক্ত একাধিক সড়ক নিজস্ব অর্থায়নে মেরামত করেছে সামাজিক সংগঠন ‘দিশারী সমাজ কল্যাণ সংস্থা।
২২ আগস্ট রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দৌলতপুর গ্রামের পাঁচটি স্থানে ইটের গুড়া ও মাটি দিয়ে মেরামত করেন সংগঠনের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন দিশারী সমাজ কল্যাণ সংস্থা’র সভাপতি জহিরুল ইসলাম রাজু, সহ-সভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শফি উল্লাহ সোহেল, সদস্য মোঃ আনোয়ার, মোঃ শাহিন, আবদুল মমিন, মোঃ রনি ও আবদুল হালিম সহ সংগঠনের সিনিয়র ও সাধারণ সদস্যবৃন্দ।
সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম রাজু জানান গত কয়েক মাসের ভারী বৃষ্টিতে পূর্বের বন্যায় ভেঙে যাওয়া সড়কগুলো এবং কাঁচা সড়ক চলাচলের অনুপযুক্ত হয়ে গিয়েছে। এ পর্যন্ত তিন-চারটি সড়ক দুর্ঘটনায় বেশকয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছে। এসব দুর্ঘটনা থেকে মুক্তি পেতে নিজস্ব অর্থায়নে এসব সড়কের ভাঙ্গা স্থান মেরামতের ব্যবস্থা করেছি।