নিজস্ব প্রতিবেদক : ফেনীর ফুলগাজীতে উন্নয়ন প্রকল্পের আওতায় তাল বীজ বপন কর্মসূচির উদ্বোধন করেছে ফুলগাজী উপজেলা কৃষি বিভাগ।
২ নভেম্বর (সোমবার) সকালে ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ফুলগাজী উপজেলা সদরের উত্তর বরইয়া গ্রামে তাল বীজ বপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
ফুলগাজী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তাল বীজ বপন কর্মসূচীতে অংশগ্রহণ করেন ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আলিম মজুমদার, ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার লুৎফুল হায়দার ভূঁঞা ও স্থানীয় কৃষকসহ উপজেলা কৃষি বিভাগের সকল কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, উপজেলার ৬টি ইউনিয়নের জন্য ৫ শত তালের বীজ বরাদ্দ করা হয়েছে। ক্রমান্বয়ে প্রতিটি ইউনিয়নে এই তালের বীজ বপন করা হবে।