ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নে বসন্তপুর গোপালবাড়ী রাস্তার মাথা নামক স্থানে ডাকাতির উদ্দেশ্যে গাছের গুড়ি ফেলে সিএনজি গাড়ির গতি রোধ করে ৩ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায় ডাকাতি করার সময় টহলরত পুলিশ তাদের আটক করে।
ফুলগাজী থানা সূত্রে জানা যায়, এসআই মিজানুর রহমান সাথে অন্যান্য পুলিশ সদস্যদেরকে নিয়ে একটি ভাড়া করা সিএনজি যোগে রাত্রিকালীন টহলরত অবস্থায় ছিল।
পুলিশের টহলরত সিএনজি ফুলগাজী বাজারের দিকে যাওয়ার প্রাক্কালে ডাকাত দল গাছের গুড়ি ফেলে তাদের গতিরোধ করে।
তাৎক্ষনিক সময় সিএনজি থেকে পুলিশ বাহির হলে ডাকাত দল চিনতে পেরে পাশে খালের মধ্যে ঝাপ দেয়। সেখান থেকে ৩ জন ডাকাত সদস্যকে আটক করে, বাকিরা পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলো সদর দক্ষিন কুমিল্লার মৃত ছাদেক মিয়ার ছেলে আবুল হাশেম (২৮), ফরিদগঞ্জ চাঁদপুরের আবদুল খালেকের ছেলে মোঃ মোহন (২৫), হাজীগঞ্জ থানার মোঃ আমিন মিয়ার ছেলে মোঃ ইউছুফ (২৪) এছাড়া যারা পালিয়ে যায় মোঃ ফয়সাল আহমেদ মুরাদ (২৬), রাজিব (৩০), সজিব (২৬)। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি সচল এলজি, ধারালো চোরা, একটি ধামা, দুটি মোবাইল ফোন ও দুটি টর্চলাইট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে থানার এসআই মিজানুর রহমান বাদি হয়ে দুটি মামলা দায়ের করেন।