সহাব উদ্দিন : ফুলগাজীতে হত্যা মামলার আসামি মোঃ সাইফুল ইসলাম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ফুলগাজী থানা পুলিশ। গত শনিবার উপজেলা সদরের কহুয়া নদীর পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফুলগাজী থানার সহকারী উপ পরিদর্শক আব্দুল মতিন জানান, শনিবার ভোরে ফুলগাজী উপজেলা সদরের উত্তর দৌলতপুর কহুয়া নদীর পাড় থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গত বছরের ২৯ নভেম্বর সদরের কহুয়া নদীর পাড়ে মোবাইল চুরি অভিযোগে ৪/৫ জন যুবক মিলে ঘরে ঢুকে জহিরুল ইসলাম (১৮) নামে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করেন।
পরে আহত অবস্থায় ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান জহিরুল ইসলাম।
এ ঘটনায় নিহতের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে আদালতে সাইফুল ইসলামকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুতুব উদ্দিন মামলার প্রধান আসামি সাইফুল ইসলামের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি সাইফুল ইসলাম উপজেলা সদরের কিসমত ঘনিয়া মোড়া গ্রামের নুরুল ইসলাম এর ছেলে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।