নিজস্ব প্রতিবেদক : ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের দক্ষিণ বরইয়া গ্রামে করোনা আক্রান্ত হিন্দু পরিবারকে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান নগদ ১০ হাজার টাকা প্রদান করেছেন।
ফুলগাজী উপজেলা নির্বাহি অফিসার সাইফুল ইসলাম সোহেলের নির্দেশনায় পিআইও অজিত কুমার দাস ও ফুলগাজী থানার এএসআই মোহাম্মদ সেলিম ৭মে বিকালে ওই পরিবারের কাছে নগদ অর্থ পৌঁছে দেন।
ফেনী সিভিল সার্জন ও ফুলগাজী স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ফুলগাজীর দরবারপুর ইউনিয়নের দক্ষিণ বররইয়া গ্রামে একটি হিন্দু পরিবারের একজন মেয়ের শরীরে করোনা ভাইরাসের শনাক্ত হয়েছে।
ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল হক সোহেল জানান, গত ২৯ এপ্রিল ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা সংগ্রহ করা হয়। কাল ওই মেয়েটির করোনা পজেটিভ ফলাফল পাওয়া যায়। ইতিমধ্যে প্রশাসন ওই বাড়িটি লকডাউন করছে।
তিনি আরো জানান, মেয়েটি এখনো সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং তিনি বাড়িতেই চিকিৎসা নিবেন। তার বাড়িতে নিরাপত্তায় রেখে সকল ধরনের স্বাস্থ্য সেবা দিবো আমরা।
উপজেলা নির্বাহি অফিসার সাইফুল ইসলাম সোহেল জানান, করোনা আক্রান্ত পরিবার দরিদ্র হওয়ায় জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান স্যার এই আর্থিক সহযোগিতা প্রদান করেছেন। এছাড়াও ওই পরিবারের পানি টয়লেটসহ যেসব সমস্যা ছিল ইতিমধ্যে আমরা সেগুলো সমাধান করেছি এবং সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে ।