সাজ্জাদ হোসেন রাকিবঃ ফেনীর সকল উপজেলার মত ফুলগাজী উপজেলাতে করোনা ভাইরাস প্রতিরোধে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে।
প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে করোনা টিকা দিতে ছুটে আসছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
অতীতের তুলনায় বর্তমানে টিকা দিতে আগ্রহ দেখাচ্ছে শতশত গ্রামে বসবাসরত সাধারণ মানুষ।
এর আগে গত মঙ্গলবার (১৩ জুলাই) সকালে উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে গণটিকা(ভ্যারোসেল- সিনোফার্ম) কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা. এ বি এম মোজাম্মেল হক।
এদিকে আগের তুলনায় করোনার নমুনা সংগ্রহ ও বেড়েছে। হাসপাতাল সু্ত্রে জানা যায়, প্রতিদিন হাসপাতালে যতজন রোগী নমুনা দিতে আসতেছে তাদের সবার নমুনা সংগ্রহ করা হচ্ছে। আগের তুলনায় এখন মানুষ নমুনা দিতে আগ্রহ প্রকাশ করতেছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘন্টায় উপজেলায় করোনা শনাক্ত হয়েছে ৪ জনের শরীরে।বর্তমানে উপজেলায় ৯৫ জন করোনা পজিটিভ রোগী চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে শনাক্তের হার ১৭% শতাংশ।