নিজস্ব প্রতিবেদকঃ ফেনী-১ আসনের সংসদ সদস্য জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার’র ব্যক্তিগত উদ্যোগে সমগ্র উপজেলায় ১ হাজার ৫ শত ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
১৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদের সামনে বিভিন্ন এলাকা থেকে আগত ব্যক্তিদের মাঝে এসব চারা বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাসদ সভাপতি দুলাল বৈদ্য, জাসদ নেতা হাফেজ আহমদ ও আব্দুল করিম।
জানা যায়, উপজেলার প্রতিটি বাড়ির আঙ্গিনায় ও অকৃষি পরিত্যক্ত ভূমিতে এ গাছের চারা রোপনের মধ্য দিয়ে পরিবেশ উন্নয়নের লক্ষ্যে স্থানীয় সাংসদ শিরীন আখতার বদ্ধপরিকর। তারই ফলশ্রুতিতে এই চারাগুলো বিতরণ করা হয়েছে।