নিজস্ব প্রতিবেদকঃ ফেনীর ফুলগাজীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মোঃ শাহ আলম (৩২), ও ওয়ারেন্টভুক্ত আসামী মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে ফুলগাজী থানা পুলিশ।
১৫ সেপ্টেম্বর গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী সদরের আমজাদহাট ইউনিয়নের কিল্লের দিঘি ও আনন্দপুর ইউনিয়নের কালিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন এএসআই মোঃ আলী আজগর, এএসআই সঞ্জয় ভট্টাচার্য, এএসআই মো আঃ হান্নান ও এএসআই মোঃ রুবেল মাহমুদ।
সাজাপ্রাপ্ত আসামী মোঃ শাহ আলম আমজাদহাট ইউনিয়নের পূর্ব বসন্তপুর গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে। ওয়ারেন্ট ভুক্ত আসামী মোজাম্মেল হক জিএমহাট ইউনিয়নের মোস্তফা চৌধুরী ছেলে।
ফুলগাজী থানার, অফিসার ইনচার্জ মুহাম্মদ মঈন উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মোঃ শাহ আলম সাজাপ্রাপ্ত মামলার আসামি এবং মোজাম্মেল হকের বিরুদ্ধে নারী নির্যাতনসহ আরও দুটি মাদক মামলা রয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।