নিজস্ব প্রতিবেদক : ফেনীর ফুলগাজীতে একই দিনে বিভিন্ন স্থান থেকে ৩ পলাতক আসামি গ্রেপ্তার করেছে ফুলগাজী থানা পুলিশ।
সূত্র জানায়, ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী থানার উত্তর আনন্দপুর অভিযান পরিচালনা করে মোঃ শফিউল্লাহ ছেলে পলাতক আসামী মোঃ দুলাল হোসেন (প্রকাশ ইউছুফ) কে গ্রেপ্তার করে। উত্তর শ্রীপুর গ্রামে অভিযান চালিয়ে গোলাম মোস্তফার ছেলে মোঃ ইব্রাহীম কে গ্রেপ্তার করে। উপজেলার পশ্চিম দরবারপুর এলাকায় অভিযান পরিচালনা করে ইসমাইল মিয়ার ছেলে পলাতক আসামি মোঃ রিফাত(২৩) কে গ্রেপ্তার করেছে ফুলগাজী থানা পুলিশ।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মোঃ কুতুব উদ্দিন ৩জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ৩ জনকেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।