সাজ্জাদ হোসেনঃ ফেনীর ফুলগাজীতে ইয়াবাবড়িসহ একজনকে গ্রেপ্তার করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাঁর নাম আনোয়ার হোসেন (৩৪)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে তাকে আমজাদ হাট ইউনিয়নের উত্তর তারাকুচা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার আমজাদ হাট ইউনিয়নের উত্তর তারাকুচা গ্রামের বাসিন্দা।
ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক, মো. শাহীন শওকত জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারাকুচা গ্রামে অভিযান করে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁর দেহ তল্লাশি করে পনের পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দীন ইয়াবাবড়িসহ একজনকে গ্রেপ্তারের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. শাহীন শওকত বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পরে তাকে ফেনীর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।