মোর্শেদ : বিশ্ব মহামারী হিসেবে ঘোষিত করোনাভাইরাস পরিস্থিতিতে অন্যান্য পেশাজীবীদের মতো নন- এমপিও কারিগরি, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা দুঃসহ জীবন-যাপন করছে।ইতোমধ্যে এ সকল শিক্ষক -কর্মচারীদের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী অনুদান প্রদানের ঘোষনা দেন।
১৭ আগস্ট (সোমবার)বিকেলে ফুলগাজীতে উপজেলা প্রশাসন আয়োজিত নন-এমপিও কারিগরি, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের প্রধানমন্ত্রী কর্তৃক অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান।
ফেনী জেলা প্রশাসক ফুলগাজী উপজেলার তালিকাভুক্ত ৩০ জনের মধ্যে ২৯ শিক্ষকের প্রতিজনকে ৫ হাজার টাকা ও ১ জন কর্মচারীকে ২ হাজার ৫ শত টাকা হিসেবে ১লক্ষ ৪৭ হাজার ৫ শত টাকার চেক প্রদান করেন।
জেলা প্রশাসক মাদ্রাসা শিক্ষকদের উদ্দ্যেশ্যে বক্তব্য দান কালে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের আদর্শ বাস্তবায়নে বেতার-টেলিভিশনে পবিত্র কোরআন তেলোয়াতের ব্যবস্থা, ইসলামি ফাউন্ডেশন প্রতিষ্ঠা, বায়তুল মোকাররমকে জাতীয় মসজিদ ঘোষনা, তাবলীগ জামাতের বিশ্ব ইস্তেমার জন্য জায়গা প্রদান ও কাকরাইল মসজিদের উন্নয়নে কাজ করেছেন।
জেলা প্রশাসক আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর মতো ইসলামি বিশ্ব বিদ্যালয় স্থাপন, স্বতন্ত্র মাদ্রাসা বোর্ড স্থাপন, রাষ্ট্রীয় অর্থায়নে সারাদেশব্যপী মডেল মসজিদ নির্মাণ ও বর্তমান করোনা পরিস্থিতিতে মসজিদের ইমাম-মুয়াজ্জিন সহ মাদ্রাসায় কর্মরত সবাইকে অনুদান প্রদান করেছেন। জেলা প্রশাসক মাদ্রাসা শিক্ষকসহ সবাইকে ইসলামী ভাবধারায় দেশ ও স্বাধীনতা বিরোধী অপপ্রচার বন্ধে ভূমিকা রাখার জন্য আহবান জানান।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল আলম আজমীর,সহকারী কমিশনার (ভুমি) সুলতানা নাসরিন কান্তা,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক, ফুলগাজী থানার উপ-পরিদর্শক মনির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।