ফেনীর ফুলগাজীতে সিএনজি’র অতিরিক্ত ভাড়া এবং সামনে যাত্রী বসানোর দায়ে ৮ হাজার টাকা জরিমানা ও ১৬টি মামলা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত
মঙ্গলবার দুপুরে ফেনীর ফুলগাজীতে যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় সহ বিভিন্ন অনিয়ম বন্ধে ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে অটোরিকশা, মোটরসাইকেলসহ যানবাহনের বিভিন্ন অনিয়ম প্রমাণিত হওয়ায় ১৬ টি মামলা রজ্জু ও ৭৮৭০/- অর্থ দন্ড করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ সময় মুন্সীরহাট উপস্বাস্থ্য কেন্দ্রের সুন্দর পরিবেশ আনয়নে সড়কের পাশে সিএনজি অটোরিকশা স্ট্যান্ড অন্যত্র সরিয়ে নেয়ার নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফেনী -পরশুরাম আঞ্চলিক মহাসড়কে সিএনজিসহ বিভিন্ন যানবাহনের চালকরা শবেকদর হতে “ঈদ বোনাস” এর নামে যাত্রী সাধারণ হতে অতিরিক্ত ভাড়া আদায় করে যাচ্ছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাত্রী সাধারণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।