এম এ হাসান : ফেনীর পরশুরামে টমটম উল্টে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
সোমবার সকালে বাড়ি থেকে ব্যাংকের উদ্দেশ্যে টমটমে যাত্রা করেন ইসলামী ব্যাংক পরশুরাম শাখার ইনভেস্টমেন্ট অফিসার আজিজুল হক চৌধুরী। এসময় পরশুরাম কলেজের উত্তর পাশের সড়কে টমটম উল্টে গিয়ে তিনি মারাত্বক আহত হন।
উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। নিহত আজিজুল হক চৌধুরী মির্জানগর ইউনিয়নেরর উত্তর কাউতলী মৃত খোকা মিয়ার বড় ছেলে।
ইসলামী ব্যাংক পরশুরাম শাখার ব্যবস্থাপক মো এমদাদুল হক ব্যাংক কর্মকর্তা সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।