পরশুরাম প্রতিনিধি : ফেনীর পরশুরাম প্রেসক্লাবের সভাপতি ও নজরুল একাডেমির সাধারণ সম্পাদক সাংবাদিক আবু ইউসুফ মিন্টুর উপর গত শনিবার (৩ আগষ্ট) দুপুরে সন্ত্রাসী হামলায় ঘটনায় অজ্ঞাত নাামা আসামী করে পরশুরাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে ৫ দিন অতিবাহিত হলেও পরশুরাম থানার পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।
পুলিশ অদৃশ্য কারনে আসামীদের কে বাঁচানোর চেষ্টা করছে।
মামলার এজহারে উল্যেখ করা হয় ঘটনার দিন ফেনীর প্রিন্ট ও ইলেক্টনিক্স ও অনলাইন মিডিয়ার প্রায় ২৫/৩০ জন সাংবাদিক সহ আবু ইউসুফ মিন্টু মন্ত্রীর ত্রান বিতরণ অনুষ্ট্ানের সংবাদ সংগ্রহ করতে যান, এই সময় পুর্ব পরিকল্পিত ভাবে ৭/৮ জন দুর্বিত্তর শত শত লোকের উপস্থিতিতে তার উপর অতর্কিত ভাবে হামলা চালায়।
মিন্টু বাদি হয়ে দায়ের করা অভিযোগটি গতকাল মঙ্গলবার ৫ আগষ্ট পরশুরাম থানার ওসি মামলাটি এজহার ভুক্ত করেন।
পরশুরামে পানি সম্পদ উপ-মন্ত্রীর ত্রাণ বিতরণ অনুষ্ঠানে গত শনিবার সন্ত্রাসীদের হামলায় আহত পরশুরাম প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের সময় পশুরাম প্রতিনিধি সাংবাদিক আবু ইউসুফ মিন্টু পেশাগত দায়িত্ব পালন করার সময় ত্রাণ বিতরণ অনুষ্ঠানের শেষের দিকে তাঁকে পিঠিয়ে গুরতর আহত করে, স্থানীয় লোকজন তাকে প্রথমে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তার মাথা ও ঘাড়ে জটিল আঘাত হওয়ায় সোমবার উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরো সাইন্সে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এর আগে সোমবর ৫ আগষ্ট সকালে ফেনী সদর হাসপাতালের তও্বাদায়ক ডাঃ বিধান চন্দ্র সেন গুপ্ত, ফেনীর সিভিল সার্জন ডাঃ নিয়াতুজ্জমান, আবাসিক মেডিকেল অফিসার(আর এমও) ডাঃ আবু তাহের সহ গঠিত মেডিকেল বোর্ড এ পরামর্শ দেন।
এদিকে, সাংবাদিক মিন্টুর ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতারের দাবি জানান- ফেনী’ প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি,ইয়ুথ জার্নালিষ্ট ফোরাম, ফুলগাজী ও সোনাগাজী প্রেসক্লাব, ছাগলনাইয়া প্রেসক্লাব, দাগনভুইয়া প্রেসক্লাব, বিএমএসএফ নেতৃবৃন্দ প্রতিবাদ জানায় ও মানববন্ধন করেছে।
একই এলাকায় এর আগে ২০১৬ সালের ৬ মে পশুরামের নির্বাহী কর্মকর্তা এইচ এম রকিব হায়দারের উপর হামলা চালানো হয়।