ফেনীর পরশুরামের পৌর এলাকার কলেজ রোডস্থ মিল্লাত পোল্ট্রি খামারে কুকুরের কামড়ে প্রায় ১ হাজার মুরগি মারা গেছে। পাগলা কুকুরে তান্ডবে খামারির প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
গতকাল বুধবার (৩জুন) ভোর রাতে ৭/৮টি কুকুরের দলবেঁধে খামারের নেট ছিড়ে ভিতরে ঢুকে ব্যাপক তান্ডব চালায়। এসময় পাগলা কুকুর মুরগি কামড়িয়ে মেরে ফেলে এবং ভিতরে ব্যাপক তান্ডব চালালে প্রায় ৯শ মুরগি মারা যায়। এতে প্রায় ২লাখ টাকার ক্ষতি হয়েছে বলে পোল্ট্রি খামার মালিক মিল্লাত হোসেন জানিয়েছেন।
তিনি জানান, বুধবার রাত ২টা পর্যন্ত খামারে কাজ করেছেন। রাতে বাড়ী ফেরার পর গভীর রাতে কুকুর ঢুকে সব মুরগিকে মেরে ফেলে এতে তার আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
পরশুরাম পৌরসভার সদর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক এনাম জানান, ব্যবসায়ীর খামারের ভিতরে কুকুরের তান্ডব চালিয়ে প্রায় ৯শ মুরগি মেরে ফেলে এতে ওই খামারি চরম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনা শুনেই আমি পরিদর্শন করেছি।