নিজস্ব প্রতিবেদক : ফেনীর পরশুরাম উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্বাসকষ্ট নিয়ে আমান উল্লাহ(১৮) নামর এক কিশোরের শনিবার সাড়ে ১১টার দিকে মৃত্যু হয়েছে।
জানা গেছে, পরশুরাম বাজারে দক্ষিণ কোলাপাড়া গ্রামের প্রবাসী আবদুস সাত্তারের ছেলে আমান উল্লাহ ছোটবেলা থেকেই শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমান উল্লাহ পরশুরাম ইসলামিয়া ফাযিল মাদ্রাসার আলিম ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পরশুরাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আবদুল খালেক জানান, উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। মৃত ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ আছে কিনা, নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। স্বাভাবিক নিয়মে তার দাফন -কাফন করা হবে বলে তিনি।