আবু ইউসুফ মিন্টু : পরশুরাম উপজেলার চিথলিয়ায় নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো ইয়াছিন নিহত হয়েছেন।
সোমবার (২২ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে ফেনী- পরশুরাম সড়কের চিথলিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে এদূর্ঘটনা ঘটে।
দ্রুত গামী একটি বাসের চাপায় সে ঘটনাস্থলে নিহত হয়েছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।
নিহত মো ইয়াছিন চিথলিয়ায় ইউনিয়ন দক্ষিণ রাজষপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
জানা যায় ইয়াছিন মোটর সাইকেল যোগে পরশুরাম থেকে বাড়ি যাবার সময় দ্রুতগামী বাস তাকে চাপা দেয়।
পরশুরাম উপজেলার চিথলিয়ায় ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মাহাবুব মেম্বার’র তার মেয়ের জামাতা ইয়াছিন নিহতের বিষয় নিশ্চিত করেছেন।
পরশুরাম থানার ওসি মো শওকত হোসেন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয় নিশ্চিত করেছেন।