বিশেষ প্রতিনিধি : ফেনীর পরশুরাম উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। সভায় সম্প্রতি আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করা ৫ সদস্যও উপস্থিত ছিল। এই নিয়ে বিভিন্ন মহলে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।
উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম মানিকের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম শাকিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর আহবায়ক কাজী ইউছুফ মাহফুজ, সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার, উপজেলা যুগ্ম-আহ্বায়ক আলমগীর মজুমদার, শাহাদাৎ হোসেন সাহাবী, মিজানুর রহমান চৌধুরী, মোস্তফা খোকন, জহিরুল ইসলাম, আবুল খায়ের লিটন, কমল চৌধুরী, আতাহার হোসেন পাপুল, কামরুল হাসান বাবু প্রমুখ নেতৃবৃন্দ।
পরিচিতি সভায় বিএনপির সদ্য পদত্যাগ করা নেতাকর্মীরা যোগদানের বিষয়ে নাম প্রকাশের অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, এই আহবায়ক কমিটির বিরুদ্ধে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। এক পর্যায়ে পরশুরাম বাজারে এই কমিটির সদস্যদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করা হয়েছে। পরে ১৫ জন সদস্য আহবায়ক কমিটি থেকে পদত্যাগ করেন। অথচ পরিচিতি সভায় ওই ১৫ জনের ৫ জনকে অংশগ্রহণ করতে দেখা যায়।