আবু ইউসুফ মিন্টু: ফেনীর পরশুরামে ফসলি জমির উপরিতলের উর্বর মাটি (টপ সয়েল) কাটার দায়ে ৪টি মাটি বোঝাই করা পাওয়ার টিলার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে ফসলি জমিতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নু এমং মারমা মং।
অভিযান চলাকালে ফসলি জমি থেকে টপ সয়েল কাটার সঙ্গে জড়িতরা ভ্রাম্যমাণ আদালতের অভিযান টের পেয়ে পালিয়ে যায়। এসময় টপ সয়েল কাটার কাজে ব্যবহৃত ৪টি পাওয়ার টিলার জব্দ করা হয়।
অভিযান চলাকালে পরশুরাম মডেল থানার এসআই জালাল উপস্থিত ছিলেন। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নু এমং মারমা মং। বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জমির উপরিভাগ থেকে (টপ সয়েল) মাটি কাটার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত ৪টি মাটি বোঝাই করা পাওয়ার টিলার জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।