আবু ইউসুফ মিন্টু: স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পরশুরামে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধুর জীবন বৃত্তান্ত এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার বিষয়ে প্রধান অতিথি হিসাবে স্বাগত বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াছমিন আকতার, প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেছেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) নু এমং মারমা মং।
সোমবার (১০আগষ্ট) উপজেলার একাধিক ছাত্র/ছাত্রী অনলাইনে প্রতিযোগিতায় অংশ নেয়।
এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে মিলনায়তনে উপস্থিত হয়েও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেন প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা।
বিচারকে দায়িত্ব পালন করেছেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো বোরহান উদ্দিন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মো ইউছুপ বকুল, নজরুল একাডেমির প্রশিক্ষক মো ইরফান আজাদ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সোমেন সাহা প্রমুখ।
১ম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক বিভাগ, এবং ৮ম থেকে ১০শ শ্রেণী পর্যন্ত খ বিভাগে বঙ্গবন্ধুকে নিয়ে গান/মুক্তিযুদ্ধ/দেশাত্ববোধক/শিশুতোষ গান এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ব ভিত্তিক কবিতা আবৃত্তি এবং ঐতিহাসিক ৭মার্চের ভাষণের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রত্যেক বিভাগের ১ম,২য়,৩য় স্থান অর্জন কারীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিবেন বলে পরশুরাম উপজেলা প্রশাসন জানিয়েছেন।