নিজস্ব প্রতিবেদক : ফেনী জেলা ছাত্রদলের সহ-সম্পাদক মনির আহম্মদকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। বিএনপির পক্ষ থেকে এ ঘটনার জন্য সরকার দলীয় নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।
পরশুরাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তালেব জানান, শুক্রবার বোনের বিয়ের অনুষ্ঠানে যোগদান শেষে ফেরার পথে দূর্গাপুর নামক স্থানে মনিরের উপর অতর্কিত হামলা চালিয়ে রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয় সন্ত্রাসীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
খবর পেয়ে ছাত্রদল নেতারা তাকে দেখতে হাসপাতালে ছুটে যান। তার অবস্থা আশংকাজনক দেখে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।