আবদুল মান্নানঃ-ফেনীর পরশুরামে জাম গাছ থেকে পড়ে মোঃ সায়েম (০৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।রবিবার(২৭ জুন) দুপুর আড়াইটার দিকে পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের মালিপাথর গ্রামের উত্তর পাড়ায় এই ঘটনা ঘটে।
জানা গেছে নিহত মোঃ সায়েম উপজেলার মালিপাথর গ্রামের উত্তর পাড়ার মোহাম্মদউল্ল্যার বড় ছেলে।
নিহত মোঃ সায়েম এর বাবা মোহাম্মদউল্লার জানান, রবিবার দুপুর আড়াইটার দিকে সায়েম তার নিজ বাড়িতে জাম পাড়তে গাছে উঠলে হঠাৎ গাছ থেকে পড়ে যায়। এসময় তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পরশুরাম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সায়েম এর অবস্থা আশংকাজনক দেখে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়।
পরিবারের লোকজন তাকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্য পরশুরাম থেকে রওয়ানা দিলে পথে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন তার পরিবার। রবিবার সন্ধ্যায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানা গেছে।