অাবু ইউসুফ মিন্টু : ফেনীর পরশুরামে এসএসসি ও দাখিল পরীক্ষায় ফরম পূরণে অতিরিক্ত ফি নেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার মির্জানগর ইউনিয়নের সুবার বাজার ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ৪ হাজার টাকা করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
জৈনেক পরীক্ষার্থীর কাছ থেকে ৪ হাজার টাকা আদায়ের রসিদে দেখা যায় বোর্ড ফি ১৭০০ টাকা, কেন্দ্র ফি ৪০০ টাকা, অগ্রিম বেতন ৪২০ টাকা, অতিরিক্ত ক্লাস ১০০০ টাকা, স্কাউট /খেলাধুলা ১০০ টাকা, অনুদান/উন্নয়ন ফিস ৩৮০ টাকা মোট ৪০০০ টাকা করে আদায় করেছে।
সুবার বাজার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার শাহ জানান তাদের ৪৫/৫০ জন পরীক্ষার্থী রয়েছে, ৪০০০ টাকা করে আদায়ের বিষয় অস্বিকার করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান সরকার নির্ধারিত টাকার চেয়ে তারা বেশী নিচ্ছেন না।
জেলা প্রশাসকের কঠোর হুশিয়ারির পরও খোঁজ নিয়ে জানা গেছে
পরশুরামে কয়েকটি প্রতিষ্ঠান ফরম ফিলাপে বিভিন্ন অজুহাতে দ্বিগুনের বেশি টাকা আদায় করছে।
এসএসসি ও দাখিল পরীক্ষায় ফরম পূরণে বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় অতিরিক্ত টাকা আদায় করার বিষয় জানতে চাইলে পরশুরাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী ফরিদ আহামেদ জানান দু/একটি অভিযোগ পাওয়া গেছে সরকার নির্ধারিত টাকা থেকে অতিরিক্ত টাকা নেয়া হলে ওই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে, ফরম পূরণে বাড়তি টাকা নেয়া হলে টাকা ফেরত দেয়া হবে বলে শিক্ষা কর্মকর্তা জানান।
উপজেলায় ২৯টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা রয়েছে। বেশ কয়েকটি প্রতিষ্ঠান সরকারের আইনকে তোয়াক্কা না করে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।