আবু ইউসুফ মিন্টু : পরশুরাম উপজেলার পৌর এলাকায় আবারও এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাগর নামের এক কিশোর কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া কিশোরের নাম মো সাগর (১৫) সে পরশুরাম পৌর এলাকার উত্তর বাউরখুমা তালুকপাড়া গ্রামের জাফর আহাম্মদের ছেলে।
এ ঘটনায় পারভিন আক্তার বাদী হয়ে বৃহস্পতিবার রাতে পরশুরাম থানায় একটি মামলা দায়ের করে। মামলার নম্বর-১৮.
জানা যায় ওই ধর্ষণ চেষ্টার ঘটনায় ফেনীর সহদেবপুর এলাকায় কোহিনুর কমিশনারের বাড়ির পাশ্বে একটি বাসায় সালিশ বৈঠক বসে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহীনির এলিট ফোর্সের একটি দল তাদের কে আটক করে বৃহস্পতিবার রাতে পরশুরাম থানার পুলিশের কাছে সপোর্দ করে।
শুক্রবার (২৬ জুলাই ) দুপুরে পরশুরাম থানার পুলিশ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরন করেছে।
পরশুরাম থানার পুলিশের সহকারী উপ- পরিদর্শক মো ওয়াসিম মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।