পরশুরাম প্রতিনিধি : পরশুরামের সমিতি রোড মোড়ে দীর্ঘদিন ধরে কাভার্ডভ্যানে করে অবৈধভাবে গ্যাস বিক্রি ও সরবরাহ করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত আবু তাহের (৩০) কে একলাখ টাকা জরিমানা করে কার্ভাডভ্যানটি আটক করেছে। তার বাড়ী ফেনী সদর উপজেলার উত্তর শর্শদীর খানেবাড়ী গ্রামের মৃত ফরিদ উদ্দিন এর ছেলে।
বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) রাসেলুল কাদেরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত জরিমানার আদেশ দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) হাছিনা আক্তার।
ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে গ্যাস বিক্রি ও সরবরাহ করায় কাজে ব্যবহৃত কাভার্ডভ্যান ( চট্রমেট্টো, ট ১১-৮৪৪৩) আটক করে পরশুরাম ফায়ার সার্ভিস কার্যালয়ে জব্দ করে রাখে।
গাড়ির বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলার জন্য কুমিল্লা জেলা প্রশাসক সহ সংশ্লিস্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে।
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও ) রাসেলুল কাদের জানান, ওই কাভার্ডভ্যানে ১৫০ টি সিলিন্ডারে ১৬শ ঘনফুট গ্যাস মজুদ রাখা হতো। এতে অবৈধভাবে প্রায় ৭০/৮০ হাজার টাকার গ্যাস বিক্রি করতো বলে জানান।
জানা গেছে,কুমিল্লা বিশ্ব রোডের হক সিএনজি, রাহামা সিএনজি পাম্প,ফেনীর হাকিম সিএনজি পাম্প থেকে আবু তাহের কাভার্ডভ্যানে গ্যাস সংগ্রহ করে গত ৫/৬ মাস ধরে ফেনী- পরশুরাম সড়কের সমিতি রোডের মোড়ে অবৈধভাবে বিভিন্ন গ্যাসচালিত গাড়িতে গ্যাস সরবরাহ করছিল।