বিশেষ প্রতিনিধি :- দাগনভূঞা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২০-২১ অর্থবছরে খরিফ ২/২০২১-২২ মৌসুমে আমন আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে ফেনীর দাগনভূঞা কৃষি অফিস কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া এর সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মারুফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফেনী কৃষি সম্প্রসারণ অতিরিক্ত উপ পরিচালক শাহীন ইসলাম।
অনুষ্ঠান শেষে উপজেলার তিনশত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রতিজনে ৫ কেজি বীজ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।