মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল : ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ এমএম মুর্শেদ পিপিএম’র বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৩ মে বৃহস্পতিবার ইফতার-দোয়া মাহফিল ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছাগলনাইয়া থানার সেকেন্ড অফিসার মনির আহাম্মদ’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) কাজী মনিরুজ্জামান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, এসপি (সার্কেল) নিশান চাকমা, পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি এম. মোস্তফা, উপজেলা আ’লীগের সভাপতি সামছুউদ্দিন আহমেদ মজুমদার বুলু, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিআরডিবির সভাপতি মুজিবুর রহমান মুজিব, পুলিশ পরিদর্শক সুদ্বীপ রায় পলাশ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, ফেনী জেলা পরিষদের সদস্য ও ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, ফেনী জেলা জাসদের সভাপতি কাজী আবদুল বারী।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পাঠানগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, মহামায়া ইউপি চেয়ারম্যান গরীবশাহ হোসেন চৌধুরী বাদশা, ঘোপাল ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক, পৌর কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারী খোকন, ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার, সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল, কলেজ রোড ব্যবসায়ী সমিতির সাধারণ বদিউদৌজা ভূঁঞা তারেক প্রমুখ।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি শেখ কামাল, বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল।
এ সময় থানার সকল অফিসারদের আবেগ আপ্লুত হয়ে পড়ে। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, থানা মসজিদের খতিম মাওলানা হামিদ হোসেন আজাদ।