ছাগলনাইয়া প্রতিনিধিঃ ছাগলনাইয়া উপজেলা শহরের জিরো পয়েন্ট এলাকায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামাল স্মৃতি চত্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্যবিধি মেনে ফিতা কেটে চত্তরটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।
চত্তর সংলগ্ন স্থানে ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজীব চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের সঞ্চালনায় ও ছাগলনাইয়া পৌরসভার মেয়র মোঃমোস্তাফার ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিভিন্ন সূত্রে জানা যায়, ১৯৭২ সালে সাংবাদিক নেতা এবিএম মুসার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বঙ্গবন্ধু পুত্র শেখ কামাল ছাগলনাইয়া উপজেলার জিরো পয়েন্ট চত্বরে বক্তব্য রাখেন। শেখ কামালের ৭২ তম জন্মদিনে এ স্থানটিকে শেখ কামাল স্মৃতি চত্তর নামকরণ করেন। এর আগে চত্ত্বরটিতে ইসলামি ভাস্কর্য নির্মাণ করে ছাগলনাইয়া পৌরসভা।