মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল : ছাগলনাইয়ায় সাত বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে মোঃ বাহার (২৫) নামক যুবককে গ্রেফতার করেছে ছাগলনাইয়া থানার পুলিশ।
এ বিষয়ে ধর্ষিতা শিশুর মা বাদী হয়ে ছাগলনাইয়া থানায় অভিযোগ দায়ের করেন। ধর্ষিতা শিশু ও তার পরিবার উপজেলার পাঠানগর ইউপির মাধ্যম শিলুয়া অস্থায়ীভাবে বসবাস করে আসছে। তাদের স্থায়ী বাড়ী কিশোরগঞ্জ জেলার। অন্যদিকে ধর্ষক বাহার পূর্ব শিলুয়া সেকান্তর সুফি বাড়ীর মোঃ রুহুল আমিনের ছেলে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার দুপুর থেকে ভিকটিম শিশুটি নিখোঁজ ছিলো। মা ও বড় বোন ভিকটিম শিশুটিকে আশপাশে খোঁজাখোঁজি করে। বেলা ১ টার পর মধ্যম শিলুয়া চৌধুরী বাজারের দক্ষিণ পাশে ওবাইদুল হকের দোকানের ভিতরে টিনের দরজার ফাঁক দিয়ে বড় বোন দেখতে পায়, বাহার অর্ধ উলঙ্গ এবং ভিকটিম শিশুটি উলঙ্গ অবস্থায় মাটিতে পড়ে আছে। এসময় বোন চিৎকার করলে মা এগিয়ে আসে।
পরবর্তীতে ধর্ষিতা শিশুর মা ঐ এলাকার মুরব্বিদের বিষয়টি জানায় এবং থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদ্বীপ রায় পলাশ জানান, অভিযোগে ভিত্তিতে শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৯ টায় ধর্ষক মোঃ বাহারকে মধ্যম শিলুয়া এলাকা হতে গ্রেফতার করা হয়।