মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল : ছাগলনাইয়া পৌর শহরের বিতরের বাজারে গোস্ত মার্কেটের সামনে হাঁড় জোড়া চিকিৎসালয় নামক একটি প্রতিষ্ঠানের ভুয়া ডাক্তার হিসেবে নাম ব্যাবহারকারী আমিনুল ইসলামকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড সহ প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
৬ আগষ্ট (মঙ্গলবার) বিকেলে উপজেলাধীন ৮ নং রাঁধানগর ইউনিয়নের উত্তর কুহুমা গ্রামের জনৈক এক মহিলা তার শিশু সন্তানকে ভুল চিকিৎসা দেওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে থানায় অভিযোগ করলে ছাগলনাইয়া থানার অফিসার ইনর্চাজ মেজবাহ্ উদ্দিন আহমেদ বিষয়টি আমলে নিয়ে এই বিষয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাক্তার শিহাব উদ্দিন ও উপজেলা কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন পাটোয়ারি’র সাথে আলোচনা সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহণ করেন।
এইদিন বিকাল ৪ টার সময় ওই ভুয়া প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করে বাদীর অভিযোগের সত্যতা পেয়ে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানের ভুয়া চিকিৎসক আমিনুল ইসলামকে ৪০ (চল্লিশ) হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায় ২ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডীত রায় প্রদান করেন।
এই সময় উপস্থিত সাংবাদিকসহ অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিগণ ক্ষতিগ্রস্ত ওই শিশুটির পুর্ণ চিকিৎসার জন্য ভুয়া চিকিৎসক আমিনুল ইসলামের কাছ থেকে ৫হাজার টাকা জরিমানা আদায় করে শিশুটির মায়ের হালে তুলে দেন।