সাজ্জাদ হোসেন রাকিবঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের মানবসেবী সামাজিক সংগঠন ‘বক্তারহাট ক্রীড়া সোসাইটি’র ১০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৬ অক্টোবর শুক্রবার বিকালে বক্তারহাট বাজারের নিউ মার্কেটে সোসাইটির অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বক্তারহাট ক্রীড়া সোসাইটির সভাপতি মো শরিফুল ইসলামের সভাপতিত্বে সোসাইটির উপদেষ্টা আ.জ.ম মনছুর রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গরিবশাহ্ হোসেন বাদশাহ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিতি ছিলেন কবি ও সাহিত্যিক ওবায়েদ মজুমদার।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৫নং মহামায়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ওবায়দুল হক, বিশিষ্ট ব্যবসায়ী হানিফ মজুমদার, ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার, অব্দুল হালিম, জাফর আহমদ,তৌহিদ চৌধুরীসহ প্রমুখ
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জি টিভির ফেনী জেলা প্রতিনিধি ডালিম হাজারী, মোহনা টিভির প্রতিনিধি নিজাম উদ্দিন সজীব, ছাগলাইয়ার বঙ্গবন্ধু ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল ডিসি, বক্তারহাট ক্রীড়া সোসাইটি উপদেষ্টা আনোয়ার হোসেন, সোসাইটির উপদেষ্টা আ.জ.ম মনজুর উজ্জ্বল।
শেষে ১০ বছর পূর্তি উপলক্ষ্যে কেক কাটা হয় ও সোসাইটির নতুন সদস্যদের বরণ করেন এবং ফুটবল খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।