আহমেদ রনিঃ ফেনীর ছাগলনাইয়ায় জাতীয় বীমা দিবস ১লা মার্চ ২০২১ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছাগলনাইয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের চৌধুরী।
উপজেলা চেয়ারম্যান বলেন, আমাদের জীবনে বীমা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমাদের জীবনকে সুরক্ষিত করার জন্য বীমা করা অতীব জরুরী,সর্বস্তরের মানুষের জন্য বীমা করার সুযোগ রয়েছে এবং বীমার প্রতি মানুষের আস্থা বিশ্বাস গড়ে উঠাতে বলেন।
সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন এবং ছাগলনাইয়া উপজেলার দায়িত্বরত বিভিন্ন বীমা কোম্পানির কর্মকর্তাবৃন্দ।