ফেনীতে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে দাগনভূঁঞা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ আবুল বাশার প্রঃ রাজীব (২৭), পিতা- মৃত আবু তাহের, মাতা- মৃত রেশমা আক্তার, গ্রাম- আলাইয়ারপুর (দক্ষিন আলাইয়ারপুর, ০১নং ওয়ার্ড (নাদুর বাড়ী),
তাজুল ইসলাম প্রকাশ তাজু সোহেল (৩৯), পিতা- মৃত আবুল কাসেম, মাতা-মারজাহান বেগম, স্থায়ী- ইয়াকুবপুর (তনু পাটোয়ারী বাড়ী), উভয় থানা- দাগনভূঁইঞা, জেলা-ফেনী।
তাদের ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা রজু করা হয়েছে। আসামীদ্বয়কে মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।