শহর প্রতিনিধি : ফেনী শহরের শহীদ সেলিনা পারভিন সড়কে শনিবার দুপুরে লায়েক উদ্দিন চৌধুরী (৬২) নামে সাবেক ভূমি উপ-সহকারী কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে দূর্বত্তরা।
গুরুতর আহতাবস্থায় তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ী ছাগলনাইয়ার পাঠাননগর ইউনিয়নের পূর্ব শিলুয়া গ্রামে। সে দাগনভূঞার রাজাপুর ইউনিয়ন ভূমি অফিসের সাবেক ভূমি উপ-সহকারী কর্মকর্তা(তহশিলদার) ছিলেন।
সম্প্রতি তিনি চাকুরী থেকে অবসরে যান। এই ঘটনায় জড়িত থাকা সন্দেহে এক মহিলাকে আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ। ফেনী মডেল থানার এস আই হাবিবুর রহমান ঘটনায়
সত্যতা স্বীকার করে জানান ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।