ফেনীর বাজারে গরু বলে রঙ মিশিয়ে বিক্রি হচ্ছে মহিষের মাংস।আর ছাগল বলে বিক্রি হচ্ছে ভেড়ার মাংস। রবিবার দুপুরে শহরের পৌর হকার বাজারে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা ও ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সোহেল চাকমাসহ ভ্রাম্যমাণ অাদালতের একটি দল অভিযানে যায়।
এসময় তারা দেখতে পান বাজারের সকল মাংস ব্যবসায়ীই প্রতারণা করে মাংস বিক্রি করছেন গ্রাহকদের কাছে। এজন্য প্রতারণাকারী ৬ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা অর্থদণ্ড করে অাদালত।
সাধারণ ক্রেতারা জানান, মাংসের পার্থক্য বুঝতে না পারায় বিক্রেতারা সে সুযোগ কাজে লাগিয়ে প্রতারণা করে গরুর বলে মহিষের মাংস বিক্রি করছেন দীর্ঘদিন ধরে। আবার বিক্রি হচ্ছে হোটেল কিংবা সুপার শপেও।