ফেনীতে পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত সকল শপিং মল, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ফেনী শহর ব্যবসায়ী সমিতি। শনিবার ব্যবসায়ী সমিতি এক জরুরী বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত নেন। এই সময় ফেনী শহর ব্যবসায়ী সমিতির আওতাধীন ১৮টি সংগঠনে নেতৃবৃন্দ ও ফেনী চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী জানান, ফেনী শহর ব্যবসায়ী সমিতি ও ফেনী চেম্বার অব কমার্সের সিদ্ধান্ত মোতাবেক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন ‘আগে জীবন পরে জীবিকা’। ঈদের পরে সরকারের সিদ্ধান্ত মোতাবেক ও ব্যবসায়ী সমিতির সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। যারা নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে সভায় ফেনী শহরের তিনটি শপিং মলের মালিক বা ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেননা।
তবে কাঁচা বাজার, মুদি দোকান, ঔষধ দোকান ও জরুরী স্বাস্থ্য সেবা খোলা থাকবে। এই সময় ফেনী চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুর রব কাইজারসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
শপিং মল ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী এমপি। তিনি বলেন, ঈদ উপলক্ষে শপিং মল, দোকান খোলা রাখলে সাধারণ মানুষ সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ব্যবসায়ী সমিতির এমন সিদ্ধান্ত যুগোপযোগী।