বিশেষ প্রতিনিধিঃ- ফেনীতে করোনা ভাইরাস ও তার উপসর্গে আক্রান্ত হয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৭৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ২ জন করোনা পজেটিভ ছিলেন। তারা ছাগলনাইয়া ও দাগনভূঞার বাসিন্দা। বাকী ৪ জন উপসর্গে আক্রান্ত হয়ে চিকিৎসাধিন অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে মৃত্যু বরণ করেন।
গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তিরা হচ্ছেন, সদর উপজেলার ধলিয়া এলাকার জসিম উদ্দিন (৫৫), ছাগলনাইয়ার পশ্চিম শিলুয়া এলাকার আবদুস গোফরান (৭০), নোয়াখালী সদরের ধর্মপুর এলাকার আবুল বাশার (৬৫), কুমিল্লার নাঙ্গলকোর্ট এলাকার আবদুস ছোবহান (৮০)।
এছাড়াও করোনা আক্রান্ত হয়ে দাগনভূঞার নিজ বাড়িতে আবু তাহের বয়স (৫০) ও ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শফিকুর রহমান (৬০) মারা গেছেন।
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের করোনা নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘন্টায় জেলায় দুই বৃদ্ধ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়াও ১৫৭ জনের নমুনা পরীক্ষা করে ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মাঝে ফেনী সদর উপজেলায় ২ জন, দাগনভূঞা ২১, সোনাগাজী ১, ছাগলনাইয়া ৩৬, পরশুরাম ৮ ও ফুলগাজীতে ৮ জন রয়েছে। জেলায় আক্রান্তদের মাঝে ১ হাজার ৮৫৮ জন হোম আইসোলেশনে ও ৬৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
ফেনী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী জানান, হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়াদের মাঝে ৪ জন পুরুষ রোগী মারা গেছেন।