স্টাফ রিপোর্টার : ফুলগাজী শিশু নিকেতনে হাতের সুন্দর লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কবির আহমেদ নাছিরের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ নুরুল আমিন।
সহকারি শিক্ষক মীর হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এমএ হাসান,সহকারি প্রধান শিক্ষক আবদুল মান্নান,সহকারি শিক্ষিকা শাকিলা সুলতানা।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা সাংস্কৃতিক কার্যক্রম পরিবেশন করে। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।