ফুলগাজী প্রতিনিধি : ফুলগাজী শিক্ষা উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত জ্ঞানমূলক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে ফুলগাজী শিশু নিকেতন মিলনায়তনে ফোরামের উপদেষ্টা সাংবাদিক কবির আহমেদ নাছিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যাংকার কাজী সিরাজুল ইসলাম।
ফোরামের সমন্বয়ক শাহজালাল মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাহানারা কমপ্লেক্সের স্বত্তাধিকারি ইয়াছিন আলম,পশ্চিম ঘনিয়ামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আহমেদ হোসেন সোহাগ,ফুলগাজী শিশু নিকেতনের প্রধান শিক্ষক এমএ হাসান,মাস্টার শেখ আহমদ আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক একেএম হারুন ও লিবার্টি কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষিকা শিল্পী রাণি চৌধুরী।
বক্তব্য রাখেন ফুলগাজী শিশু নিকেতনের সহকারি শিক্ষিকা শাকিলা সুলতানা,মুন্সীরহাট মেরিট একাডেমির সহকারি শিক্ষক মো রাসেল,প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের অভিভাবক মো হারুন প্রমুখ।
জ্ঞানমূলক প্রতিযোগিতায় ১৫ টি সরকারি-বেসরকারি বিদ্যালয়ের ৩০ জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,ফোরামের মাধ্যমে উপজেলাব্যাপী বৃত্তি,বক্তৃতা,সুন্দর হাতের লেখা প্রতিযোগিতাসহ নানা ধরনের শিক্ষামূলক কর্মকান্ড পরিচালিত হবে। এছাড়া ফুলগাজীতে শিক্ষার মানোন্নয়নে এ ফোরাম কাজ করবে।