নিজস্ব প্রতিবেদক : ফেনীর ফুলগাজীতে করোনাভাইরাস শনাক্তকরণের নমুনা সংগ্রহের জন্য জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসাইন’র দিকনির্দেশনায় ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম্পল কালেকশন বুথ স্থাপন করা হয়েছে।
২২ মে শুক্রবার সকাল ১১টায় ফুলগাজী উপজেলা পরিষদের সৌজন্যে স্থাপিত এই ‘স্যাম্পল কালেকশন বুথ’ উদ্বোধন করেন ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আব্দুল আলীম মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ বি এম মোজাম্মেল হক।
এসময় উপস্থিত ছিলেন, ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মো. কুতুব উদ্দিন, স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ বি এম মোজাম্মেল হক জানান, স্যাম্পল কালেকশন বুথ স্থাপন হওয়ায় এখন থেকে ফুলগাজীতে স্বাস্থ্য নিরাপত্তার সাথে আরো বেশী সংখ্যক স্যাম্পল কালেকশন সম্ভব হবে এবং করোনা প্রতিরোধে ফুলগাজীবাসী সুফল ভোগ করবে।