পরশুরাম-ফুলগাজী প্রথম উপজেলা চেয়ারম্যান মনির আহম্মেদ মজুমদার (৮৫) শনিবার ২৭ এপ্রিল বিকেল ৫ টার সময় ঢাকায় একটি হাসপাতালে পরলোকগমন করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি দীর্ঘদিন যাবৎ শরীরের বিভিন্ন রোগ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
তিনি উপজেলার দরবারপুর ইউনিয়ন এর জগতপুর গ্রামের মজুমদার বাড়ির বাসিন্দা।সাবেক এই উপজেলা চেয়ারম্যান মনির আহম্মেদ মজুমদার ১৯৮৯ সালে তৎকালীন পরশুরাম – ফুলগাজী প্রথম উপজেলা চেয়ারম্যান হিসেবে জাতীয় পার্টির সমর্থন নিয়ে নির্বাচিত হন।
দরবারপুর ইউনিয়ন পরিষদ সদস্য কামরুল ইসলাম জানান, মনির আহম্মেদ মজুমদার জগতপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ছিলেন । আগামীকাল রোববার ২৮ এপ্রিল দুপুর আড়াই টার সময় জগতপুর গ্রামে মরহুমের নিজ বাড়ির সামনে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৫ মেয়ে স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।