এম নিজাম উদ্দীন মজুমদার সজিবঃ ফেনীর ফুলগাজী উপজেলার জিএম হাট উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক ও শিক্ষর্থীর বিরুদ্ধে অপপ্রচার করায় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে প্রাক্তন ছাত্র পরিষদ।
৩১ আগস্ট শনিবার বেলা ১১ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জিএমহাট বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা শিক্ষক ও শিক্ষার্থীর বিরুদ্ধে যারা অপপ্রচার ছড়াচ্ছে তাদের ধ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ঠ্য সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মীর এএইচএম গোলাম কবির বলেন কিছু কুচক্রী মহল বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য উঠে পরে লেগেছে। তারা বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করার জন্য বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।এসব অপরাধীদের ছাড় দেয়া হবেনা আইনের সহায়তায় তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।বিদ্যালয়ের পড়াশুনার গুনগত মান এবং সুনাম অব্যাহত রাখার জন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রিয়াজ উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জিএমহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুল হক,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান,প্রাক্তন ছাত্র মোঃ নূর নবী রিমন।এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ শহিদ উল্যাহ, দাতা সদস্য শাহ আলম,অভিভাবক সদস্য অজিত চন্দ্র সরকার,মাহবুবুর রহমান,কলিম উল্যাহ বাহার,শিখা রানী দাস, প্রাক্তন ছাত্র জিয়াউল হক রবিন, শিক্ষকবৃন্দ,প্রাক্তন ছাত্রবৃন্দ,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ,বাজারের ব্যবসায়ীবৃন্দ।